এম এম লিংকন: [২] এই জোটের বৈঠক কবে হবে কিংবা শেষ কখন হয়েছে, সেসব জানেন না অনেকেই। জোটের বেশিরভাগ দলের সক্ষমতা নেই রাজপথে আন্দোলন-সংগ্রাম করার, দেশজুড়ে নেই সাংগঠনিক ভিত্তিও। আর বৃহৎ এ জোটে বিএনপির বাইরে নিবন্ধন আছে মাত্র ৩টি দলের। ইদানিং দেখা গেছে, বিএনপির সভা-সমাবেশে ডাক পাচ্ছেন শরিক দলের নেতারা। তবে, কর্মসূচিতে যতোটা জোরালো বক্তব্য দেন তারা,বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাদের কর্মী নেই, সমর্থকও নেই। [৩] লেবার পর্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপি যখন চায় তখন ২০ দলীয় জোট সক্রিয় হয়। কখন সক্রিয়-নিষ্ক্রিয় হবে এটা বিএনপি জানে। [৪] এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, সরকার পতনে বিএনপি যে কর্মসূচি নেবে, তাতে আমরা একাত্মতা ঘোষণা করব।
[৫] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগে আন্দোলনের কৌশল কী হবে তা ঠিক করা হবে। এ বিষয়ে এখনও আলোচনা চলছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব