[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
মোশতাক আহমেদ: [৩] রোববার নির্মাণাধীন নগরভবনের ৮ম তলায় অস্থায়ী মেয়র কার্যালয়ে বসার পর একথা বলেন তিনি। [৪] মেয়র আইভী বলেন, মানুষ অত্যন্ত আশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছেন আর যারা দেননি, সবার জন্যই কাজ করবো। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো। [৫] তিনি বলেন, চলমান কাজগুলো আমরা তড়িৎ গতিতে করবো। মেগা প্রকল্পের মধ্যে কদম রসূল ব্রিজকে প্রাধান্য দিবো। জালকুড়িতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে প্রাধান্য দিয়ে আমাদের ৬টি মেগা প্রজেক্ট আছে। সেগুলো শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। [৬] অফিসে যাওয়ার আগে নগরের দেওভোগের বাসা থেকে বের হয়ে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ডা. সেলিনা হায়াত আইভী। সম্পাদনা: মুরাদ হাসান