ফাহাদ ইফতেখার : [২]অ্যাপেলের অপারেটিং সিস্টেম আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসাবে মোবাইল ফোনের নিজেস্ব অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করছে ভারত। ফ্লিপবোর্ড, দ্য ইকোনমিক টাইমস [৩] সম্প্রতি দেশটির ইলেক্ট্রনিকস অ্যান্ড আইটি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর জানান, মোবাইল শিল্পগুলোর মধ্যে একটি ইকোসিস্টেম গড়ে তুলতে নীতিমালা প্রণয়নের কথা ভাবছে দেশটির সরকার। [৪] পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, বর্তমানে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণ করছে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস। পাশাপাশি এ দুটি কোম্পানি হার্ডওয়্যারের ইকোসিস্টেমও নিয়ন্ত্রণ করছে। [৫] তিনি আরো বলেন, এখানে কোনো তৃতীয় পক্ষ নেই। তবে একটি নতুন হ্যান্ডসেট অপারেটিং সিস্টেম তৈরি করতে প্রচুর আগ্রহ রয়েছে। সরকার দেশীয় অপারেটিং সিস্টেম (ওএস) গড়ে তুলতে স্টার্ট আপ এবং অ্যাকাডেমিক ইকোসিস্টেমের মধ্যে সক্ষমতা খুঁজছে সরকার। সম্পাদনা: মোহাম্মদ রকিব