[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
রাশিদুল ইসলাম: [২] ১৪ বছরের পাকিস্তানি স্কুল বালক আসমাদ পোষা কবুতরকে উড়িয়ে তার পেছনে দৌড়ে যেতে যেতে কখন পুঞ্চের কাছে ভারত-পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গেছে টের পায়নি। গত ২৮ নভেম্বর থার্ড গোর্খা রেজিমেন্ট গ্রেপ্তার করলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। দি প্রিন্ট [৩] আসমাদদের বাড়ি চাকান-দা-বাগ ক্রসিং পয়েন্টে তাত্রিনট গ্রামে। তাদের বাড়ির দেওয়াল ঘেষেই দুদেশের সীমান্ত। [৪] দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাতকারে আরবাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আসমাদের মুক্তির আবেদন জানিয়ে বলেন, আমাদের পরিবার একেবারেই ভেঙে পড়েছে। কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। সম্পাদনা: মোহাম্মদ রকিব