[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
লিহান লিমা: [২] পেন্স চাইলেই ২০২০ সালে নির্বাচনের ফলাফল ঘুরিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা গ্রহণে বাধা দিতে পারতেন ট্রাম্পের এমন দাবীকে ‘মিথ্যে’ বলেছেন তিনি। আল জাজিরা
[৩] পেন্স স্পষ্টতই বলেন, ‘ট্রাম্প ভুল ছিলেন। আমার নির্বাচনের ফলাফল বদলানোর কোনো অধিকার ছিলো না।’ পেন্স আরো বলেন, ‘প্রেসিডেন্সি আমেরিকান জনগণের, শুধুই তাদের। একজন ব্যক্তি কখনোই মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা ঠিক করতে পারেন না।’ একই সঙ্গে পেন্স ৬ জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গাকে ‘মার্কিন গণতন্ত্রের ইতিহাসের অন্ধকার দিন’ বলে মন্তব্য করেন। [৪] সাবেক বসের বিরুদ্ধে পেন্সের এই মন্তব্যে মনে করা হচ্ছে, ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থীতায় ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পেন্সকে দেখা যেতে পারে। সম্পাদনা: মোহাম্মদ রকিব , রয়টার্স