খালিদ আহমেদ: [২] স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমার নির্বাচনী এজেন্টসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয়। এই ক’দিনে মোট আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিটি নির্বাচনে নারায়ণগঞ্জের তিনটি ভাগ হল নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ আর বন্দর। সিদ্ধিরগঞ্জ আর বন্দরের আমার দুই নির্বাচনী সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়। আমার চিফ এজেন্টের বাসায় প্রশাসন তল্লাশি চালায়। এতেই তো বোঝা যায় তারা কেমন সুষ্ঠু নির্বাচন দিল। [৩] ফল প্রকাশের পর রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসায় সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। [৪] তিনি বলেন, ‘ইভিএমের ওপর আমার একদমই ভরসা নেই। কারণ এটা খুব স্লো, মাঝে মাঝে কাজও করে না, হ্যাং হয়ে যায়। মানুষ ভোট দিতে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসেছিল। কিন্তু ইভিএম জটিলতায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ভোট দিতে পারেনি। [৫] তৈমূর বলেন ‘আমি প্রধানমন্ত্রীর কাছে একটা সুষ্ঠু নির্বাচন দাবি করেছিলাম। এখন উনিই নিজের বিবেকের কাছে জবাব দিন কী করেছেন।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব