শেখ রেহানাকে ভারত সফরের আমন্ত্রণ
সালেহ্ বিপ্লব: [২] জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো, নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করা, জঙ্গি ও জাতির পিতার হত্যাকারিদের রক্ষা, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা এবং বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই এই লবিস্ট নিয়োগ। কোন ভাল কাজের জন্য নয়। বিটিভি, বাসস
[৩] তিনি বলেন, যারাই সন্ত্রাস দমনে সফল; যারা এই দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে রক্ষা করতে পেরেছে এবং সাধারণের জীবন বাঁচিয়েছে , মানবাধিকার সংরক্ষণ করেছে তাদের ওপরই যেন আমেরিকার রাগ। [৪] দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ইঙ্গিত করে বলেন, এজন্য আমেরিকাকে দোষ দেই না। ঘরের ইঁদুর বাঁধ কাটলে কাকে দোষ দেবো? [৫] প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফিরেই প্রতিজ্ঞা করেছিলাম, দেশ পিছিয়ে থাকবে না। সম্পাদনা:খালিদ আহমেদ