[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
তাপসী রাবেয়া : [২] তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে মির্জা ফখরুল যা বলেছেন, তা সত্য নয়। বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছেন, সেসব প্রমাণ সরকারের কাছে রয়েছে। বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে তাদের চুক্তির তথ্য-উপাত্তও সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের স্বাক্ষর আছে।
[৩] বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশের উন্নয়নের জন্য। আর বিএনপি করে দেশ ধ্বংসের জন্য। তবে তাদের এই অপচেষ্টা কাজে আসবে না। সম্পাদনা: হাসান হাফিজ