শিমুল মাহমুদ : [২] ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে বিষয়টি উঠে আসে।
[৩] রোববার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এ নিয়ে বিএনপি তাদের অবস্থান তুরস্ককে জানালেও সংবাদ মাধ্যমে খোলসা করে কিছু বলা হয়নি। [৪] ঘন্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। এসব কিছু আলোচনার পর দেশের নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তাও জানতে চেয়েছে। তবে আমাদের দলের যে অবস্থান বরাবর যা বলা হয়েছে সেটাই বলেছি। [৫] বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তুরস্কের উপ-রাষ্ট্রদূত কামাল বুরাক তেমিজেল। সম্পাদনা: খালিদ আহমেদ