শিমুল মাহমুদ: [২] জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানকেও দলীয়করণ করে জনগণের স্বার্থবিরোধী কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। [৩] মির্জা ফখরুল বলেন, অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত পদ্ধতিতে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কংগ্রেসেম্যানের বক্তব্যের একটি বিকৃত ব্যাখ্যা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। [৪] তিনি বলেন, সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক কমিশনার চৌধুরী আলমসহ প্রায় ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনা বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে গোটা রাষ্ট্রকে সরকার কিভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্য দলীয় হাতিয়ারে পরিণত করেছে। [৫] বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: হাসান হাফিজ