[১]ভালেন্সিয়ার ৪ মিনিটের ঝড়ে বিধ্বস্ত আতলেতিকো মাদ্রিদ
মাকসুদ রহমান: [২] ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার চেয়ে ১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বাংলাদেশ ১৬৯ রানে গুটিয়ে যায়। ২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ দিনের দ্বিতীয় সেশনে মাত্র ৩ ওভার ব্যাট করেই ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।
[৩] ৪ উইকেটে ৩৪ রান নিয়ে সকালে খেলতে শুরু করে বাংলাদেশ। মুশফিক ব্যক্তিগত ২৩ রানে আউট হলেও পরে সাকিব আল হাসানের অর্ধশতকে ভর করে প্রথম সেশনে ৬ রানের লিড নিয়ে ৫ উইকেটে দলীয় ১৪৯ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
[৪] দ্বিতীয় সেশনে মাত্র ২০ রানের ব্যবধানে বাংলাদেশ শেষ ৫ উইকেট হারালে ১৬৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানে জবাবে ৫০৬ রান করেছিল শ্রীলংকা। সম্পাদনা: হাসান হাফিজ