[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
মামুন হোসেন: [২] করোনা রুখতে প্রথম সূঁচবিহীন ট্রিপল ডোজ কোভিড ভ্যাকসিন জেডওয়াইকোভি-ডি সরবরাহ শুরু করেছে প্রস্তুতকারক আহমেদাবাদভিত্তিক ফার্মা কোম্পানি জাইডাস ক্যাডিলা। কেন্দ্রীয় সরকার এই টিকার ১ কোটি ডোজ অর্ডার করেছে। এশিয়ানেট
[৩] এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে- মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব এবং ঝাড়খণ্ডে।
[৪] প্রাপ্তবয়স্ক যারা সূঁচকে ভয় পান এবং এই ভয়ের কারণে তারা এখনও ভ্যাকসিন নেননি, তাদের এই জেডওয়াইকোভি-ডি টিকা দেওয়া হবে। এই ভ্যাকসিন একটি বিশেষ ধরনের অ্যাপলিকেটরের মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হয়। ভ্যাকসিন কেনার সময় এর জেট অ্যাপ্লিকেটারও কিনতে হবে। এটি দেখতে একটি স্টেপলারের মত।
[৫] রিপোর্ট অনুসারে, জেডওয়াইকোভি-ডি এর দাম রাখা হয়েছে ২৬৫ টাকা, জেট অ্যাপলিকেটর ৯৩ টাকা। সম্পাদনা: মোহাম্মদ রকিব