রাশিদুল ইসলাম: [২] দেশটির হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস কদিন আগেই বলেছিলেন, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র। এ বক্তব্য নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা চলছে। অবশেষে তিনি বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন। ডয়েচে ভেলে
[৩] নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান মিকস ৪ ফেব্রুয়ারি কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেন, ‘টার্গেটেড স্যাংশন (নিষেধাজ্ঞা) সবচেয়ে বেশি কার্যকর হয় বলেই আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের উপর এই মুহুর্তে গণহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যাই হোক, মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে বাইডেন প্রশাসন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বেশ কিছু বর্তমান ও প্রাক্তন সদস্যের ব্যাপারে যে অবস্থান নিয়েছে তাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি। [৪] তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সমর্থন করে যাচ্ছি। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এটা নিশ্চিত করাসহ দেশের মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য কাজ করতে আমি উন্মুখ।[৫] গত সপ্তাহে কংগ্রেসম্যান মিকসের কয়েকটি মন্তব্য উদ্বৃত করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস একটি সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বক্তব্য খণ্ডিত বলে দাবি করেন ফ্যাক্ট চেকাররা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব