[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
বাশার নূরু: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, জল বহু দূর গড়িয়ে গেছে। তত্ত্বাবধায়ক ইস্যুতে সেই একই জায়গায় হাবুডুবু খেতে থাকলে বিএনপিকে গভীর জলে ডুবে মরতে হবে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
[৩] তিনি বলেন, গণতন্ত্রের নৌকা বহুদূর এগিয়ে গেছে। তাতে উঠতে হলে অনেকটা পথ সাঁতরে পাড়ি দিতে হবে। এখনও সময় আছে। বিএনপিকে সংবিধান ও আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে গণতান্ত্রিক রাজনীতির সঠিক ধারায় পথ চলার আহ্বান জানাচ্ছি।
[৪] ওবায়দুল কাদের বলেন, সংবিধান দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ। সংবিধান অনুযায়ীই এদেশের সব নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হাসান হাফিজ