শিমুল মাহমুদ: [৩] আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হতেই পারে।
[৪] এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই অবৈধ সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। আওয়ামী লীগ আবারও ভোট চুরির ষড়যন্ত্র শুরু করেছে। তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
[৫] জানতে চাইলে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এ আলোচনার প্রবলেম হচ্ছে, ২০১৮ সালের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন, তার সরকার সে অঙ্গীকার রাখতে পারেনি। সুতরাং এবার সংলাপে বসতে হলে আগে বলতে হবে নির্বাচনের আগে তারা কীভাবে পদত্যাগ করবেন। কীভাবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠিত হতে পারে, এ সংক্রান্ত বিষয় আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব