শিমুল মাহমুদ: [২] দ্বীপবাসীর অভিযোগ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, সরকারি দুটি সংস্থার ঘাট নিয়ে দ্বন্দ্ব এবং প্রভাবশালীদের দৌরাত্ম্যে ভোগান্তিতে পড়েছেন ৫ লাখ বাসিন্দা। [৩] কুমিরা ও গুপ্তছড়া ঘাটে পন্টুন স্থাপন, অন্যান্য ঘাটের ন্যায় ভাড়া নির্ধারণ, জেগে ওঠা দ্বীপের জমি মালিকদের বুঝিয়ে দেওয়া, বিমানবন্দর স্থাপন ও বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সার্ভিস চালুর দাবি জানিয়েছে সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম।
[৪] ঢাকাস্থ সন্দ্বীপবাসীদের ৮ সংগঠনের উদ্যোগে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি উত্থাপন করেন ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার সভাপতি নূরুল আকতার ।
[৫] ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৬ মে সকাল ১১টায় শাহবাগ চত্বরে জমায়েত, এরপর বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ ঘেরাও ও স্মারকলিপি পেশ। ২২ মে সন্দ্বীপ উপজেলা সদরে জমায়েত এবং ইউএনও অফিস ঘেরাও। ১০ জুন পুরো সন্দ্বীপ জুড়ে ১০ মিনিটের নীরবতা ও স্মারকলিপি প্রদান। এর মধ্যে যদি কাজ না হয় ২৫ জুন মোহাম্মদপুর থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব