[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
শিমুল মাহমুদ: [৩] তিনি বলেন, অতীতেও সংলাপ করেছি, তারা চরম বিশ্বাসঘাতকতা করেছে। একবার দুই বা না তিন বার। ২০১৪ সালে বললেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করছি। তিন মাসের মধ্যেই আমরা আরেকটা নির্বাচনের ব্যবস্থা করবো। সেটা করেননি। [৪] ২০১৮ সালে ঐক্যফন্ট গঠন করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, তখন সকলের সামনে বলেছেন আর গ্রেপ্তার হবে না। অথচ কয়েকদিন পরে গণগেপ্তার শুরু হয়। [৫] তিনি বলেন, এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে ১৯৯১ সালের মতো তাদেরকে ক্ষমতা দিয়ে নির্বাচন করাই চলামান সংকটের একমাত্র সমাধান। [৬] ফখরুল বলেন, সমঝোতা দেখার বিষয় আমাদের না, রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের। আর রাজনৈতিক নেতাদের সমন্বয়ের ডাক দেবে কে? এখন আর সমন্বয়ের অবস্থা নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব