[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
শিমুল মাহমুদ: [২] বিএনপি মহাসচিব বলেছেন, গভীর চক্রান্ত চলছে। এদেশের মানুষকে তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে তারা া(আওয়ামী লীগ সরকার) একটা রাজতন্ত্র চালাবে। সেই তথাকথিত মুজিববাদের দেশ এখানে তারা চালু করবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র সমাবেশে তিনি একথা বলেন। [৩] মির্জা ফখরুল বলেন, আমাদের যুদ্ধ শুধুমাত্র বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়। এই যুদ্ধ অধিকার ফিরে পাওয়ার জন্য, এই যুদ্ধ দেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই। [৪] তিনি আরো বলেন, এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে একটাই মাত্র কারণ, তা হচ্ছে, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি। এই দুর্নীতিতে তারা ফুলে-ফেঁপে উঠেছে। সম্পাদনা: হাসান হাফিজ