মিতু হত্যা: সাবেক এসপি বাবুল আক্তারের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ আদালতের
জ্যেষ্ঠ প্রতিবেদক: [২] বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আ হ ম মুস্তফা কামাল। [৩] তিনি বলেন, সারের দাম বাড়ানোর কথা কে বলেছে? তবে তিনি (কৃষিমন্ত্রী) যদি ইঙ্গিত দিয়ে থাকেন, আমার জানা নেই। [৪] প্রসঙ্গত: সম্প্রতি কৃষিমন্ত্রী বলেছেন যে, চলতি অর্থবছরে সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে। আর এ ভর্তুকি কমাতে অর্থ মন্ত্রণালয় থেকে চাপ দেয়া হচ্ছে।’ [৫] এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কী পরিমাণ লাগবে Ñসেটা আমি জানি না। তবে যদি এভাবে ঘাটতি বাড়তে থাকে, তাহলে ঘাটতি পূরণের জন্য ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন খাতে ভর্তুকি কমাতে সবাইকে নিজ দায়িত্বে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব