[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
শিমুল মাহমুদ: [২] ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে এবং পরিকল্পিতভাবে করছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
[৩] বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘উত্তাল মার্চ ১৯৭১’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজ পাকিস্তানী আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানীরা যা করেছে, বর্তমানে আওয়ামী লীগও তাই করছে। দ্রব্যমূল্য নিয়ে দেশে সংকট তৈরি হয়েছে।
[৪] মির্জা ফখরুল বলেন, মানুষের নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। এই অবস্থার পরিবর্তন দরকার। [৫] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডি সভাপতি আসম আবদুর রবও আলোচনায় অংশ নেন। সম্পাদনা: হাসান হাফিজ