শিমুল মাহমুদ: [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মাস ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার গুলশানের বাসায় ফিরেছেন।
[৩] করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেখান থেকে বাসায় স্থানান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। [৪] তিনি বলেন, যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখানে কর্মীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে তারা বাসায় রেখে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন। [৫] অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী জানিয়েছেন, কয়েকটি অস্ত্রোপচারের পর তার শরীরের বড় ধরনের রক্তক্ষরণের সম্ভাবনা সাময়িকভাবে থামানো গেছে। কিন্তু ভবিষ্যতে রক্তক্ষরণের সম্ভাবনা আছে। সম্পাদনা, সালেহ বিপ্লব