রাশিদুল ইসলাম : [২] ২০১৭ সালের পর এটি সবচেয়ে বড় এবং এটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বলে মনে হচ্ছে। সিএনএন
[৩] দক্ষিণ কোরিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্র নিজেদের পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করেছে কিম প্রশাসন। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। [৪] ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। ৩০ মিনিটের জন্য ৮০০ কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম হয়। পরে এটি জাপান সাগরে পড়ে। [৫] লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিরক্ষা গবেষক জোসেফ ডেম্পসি বলেন, যদি ক্ষেপণাস্ত্রটি একটি সাধারণ ‘অ্যাপোজিতে’ নিক্ষেপ করা হয়, তবে এর পাল্লা সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৫ হাজার কিমি পর্যন্ত হবে। [৬] এনিয়ে এ মাসে সাতটি মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া। এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। [৭] ব্যালিস্টিক ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব