লিহান লিমা: [২]‘কল অব ডিউটি’ ও ‘ক্যান্ডি ক্রাশ’ এর মতো জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা অ্যাক্টিভিশন বি-জার্ড ৬ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট ও পুরো গেইমিং শিল্পের ইতিহাসে এটি সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি। বিবিসি [৩]বিশ্বের ১৯০টি দেশে ৪০ কোটি নিয়মিত গেইমার আছে অ্যাক্টিভিশন বি�জার্ডের। সংস্থাটির ‘ওভারক্রাফট’ ও ‘ওভারওয়াচ’ যুক্তরাষ্ট্রে তুমুল জনপ্রিয়। বিশ্বব্যাপী কর্মী সংখ্যা প্রায় ১০ হাজার। এর কয়েকটি ফ্র্যাঞ্চাইজের বাজারমূল্য শত কোটি ডলারের ঘরে। [৪]বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্লাটফর্মকে চাঙ্গা করতেই এই বিনিয়োগ করেছে সংস্থাটি। মাইক্রোসফট বলেছে, এই চুক্তি মোবাইল, পিসি এবং কনসোল প্ল্যাটফর্মে নিজস্ব গেইমিং ব্যবসার প্রসারে সহযোগিতা করবে এবং মেটাভার্স নির্মাণের প্রাথমিক প্রয়োজনগুলো মেটাবে। [৫]মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এপিকে বলেছেন, ‘বর্তমানে গেমিং বিনোদনের সবচেয়ে গতিশীল এবং উত্তেজনাপূর্ণ বিভাগ। মহামারীতে ভিডিও গেমের চাহিদা আরো বেড়েছে।’সম্পাদনা: খালিদ আহমেদ