মিতু হত্যা: সাবেক এসপি বাবুল আক্তারের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ আদালতের
মনিরুল ইসলাম: [২] সংসদে আনিসুল হক বলেন, ইসি গঠন আইনে কাউকে ইনডেমনিটি দেওয়া হয়নি। বিএনপি ইনডেমনিটি দিয়ে আমাদের রক্তক্ষরণ করিয়েছে। এই আইনে লিগ্যাল কাভারেজ দেওয়া হয়েছে। [৩] মন্ত্রী আরো বলেন, সুজনের একটি প্রতিনিধিদল আমাকে আইনের একটি খসড়া দিয়ে পাসের প্রস্তাব করেন। আমি আইনটি পাস করার জন্য সময় লাগবে বলে তাদের জানাই। তারা অর্ডিন্যান্স করে এটা করার প্রস্তাবও দেন। আমি বললাম, সংসদকে পাস কাটিয়ে এই আইন করবো না। সংসদে নেওয়া ছাড়া এ আইন আমরা করবো না। সম্পাদনা: হাসান হাফিজ