প্রকাশিত: Tue, Jan 24, 2023 3:59 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:56 AM

আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ

রিয়াদ হাসান: বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালটা ব্যাটে বলে দারুণ কাটিয়েছেন । তারই পুরস্কার পেলেন মিরাজ, আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ অলরাউন্ডার।

 গেল বছর বল ও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ। ১৫টি ওয়ানডে খেলে মিরাজ শিকার করেছিলেন ২৪ উইকেট। 

এছাড়া ব্যাট হাতে ভারতের বিপক্ষে শতকের পাশাপাশি এক অর্ধ-শতকে করেছেন ৩৩০ রান।  মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় এনে ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করা হয়েছে। একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ-বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা। সম্পাদনা: খালিদ আহমেদ