প্রকাশিত: Mon, Mar 6, 2023 4:28 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:17 AM

দাপুটে জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

সাঈদুর রহমান: সাত বছর ধরে ঘরের মাঠে সিরিজ জয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামালো ইংল্যান্ড। আগেই ইংল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুয়েছে লাল-সবুজের দেশ। হোয়াইটওয়াস এড়ানোর ম্যাচে ব্যাটে বলে পারর্ফম করে ইংলিশদের অলআউট করে ৫০ রানের দাপুটে জয় টাইগারদের। সাত বছর পর ঘরের মাটিতে ইংলিশদের বিপেক্ষ ওয়ানডে ম্যাচ জিতলোা টাইগাররা। সবশেষ ২০১৬ সালে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে মিরপুরে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছিলো বাংলাদেশ। এবার সাকিবের ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্সে ৫০ রানে জয় পায় বাংলাদেশ। টস জিতে স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে ২৪৭ রানে লক্ষ্য দেয় ইংল্যান্ডকে। 

শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করে ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জেসন রয়। সাকিবের বলে ৩৫ রান করে সল্ট আউট হলে শূন্য রানে মালানকে ফেরান ইবাদত। ১৯ রানে বয়কে বোল্ট করে ইংল্যান্ডকে চাপে ফেলে সাকিব। এরপর চাপ সামাল দেয় ভিন্স ও কারান জুটি। দুজনে মিলে ৮০ বলে ৫০ রান তোলেন। মিরাজের বলে ২৩ রান করে আউট হন স্যাম কারান। ৩৮ রান করে সাকিবের তৃতীয় শিকার হন ভিন্স। পরের ওভারে মঈন আলীকে বোল্ট করে ম্যাচে ফেরে বাংলাদেশ। বাটলারের ব্যাটিংয়ে আবারো ম্যাচে ফেরার চেষ্টা করে ইংল্যান্ড। ২২ রান করে তাইজুলের বলে লেগ বিফোরের কাটা পড়ে বাটলার। এতে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। আদিল রশিদ ৮ রান করে ফেরেন। এরপর রেহানকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করে সাকিব। এতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। মুস্তাফিজের অসাধারন ক্যাচে ক্রিস ওকসকে ফিরিয়ে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম জয় পায় বাংলাদেশ। 

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান লিটন দাস। তার পথ ধরে অধিনায়ক তামিমও ফিরলেন সাজঘরে। ফলে জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

এরপর দলের চাপ সামাল দেওয়া চেষ্টা মুশফিক-শান্তর। গত ম্যাচে দুই ব্যাটার ব্যর্থ হলেও এদিন দলকে চাপ মুক্ত করেন। শান্ত ৭১ বলে ৫৩ রান করে আউট হলে সাকিবকে সঙ্গ দেয় মুশফিক। দুজনের জুটিতে ঘুরে দাড়ায় বাংলাদেশ। আদিল রশিদের বলে ৭০ রান করে মুশফিক বোল্ট  হলে একই ওভারে বোল্ট হয় মাহমুদুল্লাহ। তবে উইকেটে ওপর প্রান্ত আগলে রাখেন সাকিব। আফিফ (১৫) ও মিরাজ (৫) রানে আউট হলে সাকিব একায় দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। শেষদিকের ব্যাটাররা ভালো করতে না পারায় আড়াইশ এর আগেই অলআউট হয় বাংলাদেশ। সাকিবের ৭১ বলে ৭৫ রানের ইনিংসে ২৪৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ম্যান অব দ্য সিরিজ আদিল রশিদ ও ম্যাচ সেরা সাকিব আল হাসান। সম্পাদনা: এল আর বাদল