
প্রকাশিত: Tue, May 9, 2023 4:43 PM আপডেট: Sun, Jun 4, 2023 6:02 PM
নিগারের দূরন্ত ব্যাটিংয়ে ৯ বছর পর টাইগ্রেসদের লঙ্কা জয়
সাইদুর রহমান: শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডেতে বৃষ্টি কারণে প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জেতে স্বাগতিকরা। তবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দূরন্ত ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এর ফলে দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের হারালো টাইগ্রেসরা। ১-০ তে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ১১ মে দ্বিতীয় ও ১২ মে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নিগার তার অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৫ রান করতে পারে শ্রীলঙ্কা। জবাবে ব্যাটে নেমে এক বল হাতে রেখে ৪ উইকেটে ১৪৬ রান তুলে জয় তুলে নেয় টাইগ্রেসরা। এই ম্যাচে মাত্র ৫১ বলে ৭টি বাউন্ডারী ও ২টি ছক্কায় অপরাজিত ৭৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিগার।
ব্যাটে নেমে ৫ রান করে শামীমা সুলতানা এবং ৯ রান করে রুবাইয়া হাইদার আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সোবহানা মোসতারিকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন নিগার। দুইজনের রজুটিতে ৫১ রান হওয়ার পর ব্যক্তিগত ১৭ রান করে সাঁজ ঘরে ফেরেন মোসতারি। এরপর ২৩ বলে ৩৩ রানের মারকুটে ইনিংস খেলেন রিতু মনি। রিতু রান আউট হলেও নিগারের অবিশ্বাস্য ইনিংসে এক বল বাকিত থাকতেই জয় পায় বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে লঙ্কান ওপেনার চামারি আথাপাতু। রাবেয়া খানের হাতে ১১ রান করে ক্যাচ আউট হন ভিসমি গুনারতনে। আথাপাতুকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে হারসিথা। আথাপাতু (৩৮) এবং হারসিথা (৪৫) রান করে আউট হলে বিপাকে পড়ে শ্রীলঙ্কা দল। এরপর টাইগ্রেসদের বোলিং তোপে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা। তবে নিলাকশী ডি সিলভার ২৮ রানে ভর করে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় তারা।
এই সংস্করণে দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল বাংলাদেশ। এরপর টানা সাত ম্যাচ জেতে লঙ্কান মেয়েরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
বাংলাদেশ-দ.আফ্রিকা প্রথম যুব ওয়ানডে ৬ জুলাই
আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান
ছোটনের সরে যাওয়া ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব: সালাউদ্দিন
জুনিয়র এশিয়া কাপ হকিতে উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ
স্বপ্নার অবসর ঘোষণার পর দায়িত্ব ছাড়ছেন কোচ ছোটনও
চার্টার্ড বিমানে ঢাকায় আসবেন মার্টিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ-দ.আফ্রিকা প্রথম যুব ওয়ানডে ৬ জুলাই

আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান

ছোটনের সরে যাওয়া ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব: সালাউদ্দিন

জুনিয়র এশিয়া কাপ হকিতে উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

স্বপ্নার অবসর ঘোষণার পর দায়িত্ব ছাড়ছেন কোচ ছোটনও
