প্রকাশিত: Thu, Jun 15, 2023 10:30 PM
আপডেট: Tue, Apr 29, 2025 4:14 AM

আফগানিস্তানকে ১৪৬ রানে থামিয়ে চালকের আসনে বাংলাদেশ

এল আর বাদল: চার বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলো আফগানিস্তান। ২০১৯ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানদের কাছে ২২৪ রানে হারের খত এখনো দগদগ করছে টাইগারদের কাছে। ওই ব্যথা নিয়েই যেনো এবার মোকাবিলায় নেমে বাংলাদেশের ওরা ১১ জন। ঘরের মাঠে টেস্ট হারের বদলা ঘরের মাঠেই নিতে মরিয়া টাইগার সেনারা। 

মিরপুর স্টেডিয়ামে গত বুধবার টেস্টের প্রথম দিনে ৩৬২ রানের উড়ন্ত সূচনা করেছিলো বাংলাদেশ। বৃহস্পতিবার ৫ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে প্রথম সেশনেই মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দেশ। অভিষেকে আফগানিস্তানের মাসুন নেন পাঁচ উইকেট। 

বাংলাদেশের প্রথম ইনিংসের পাল্টা জবাব ভালো হয়নি আফগানিস্তানের। টাইগারদের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে নাকাল হাসমতউল্লাহ শাহিদিবাহিনী। তাদের ইনিংস গুটিয়ে যায় ১৪৬ রানে। ফলোঅনও এড়াতে পারেনি আফগানিস্তান। কী আর করার, টাইগার অধিনায়ক লিটন দাস অতিথিদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে না পাঠিয়ে ২৩৬ রানের লিড নিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।  

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে স্কোরবোর্ডে এক উইকেটে ১৩৪ রান তুলেছে স্বাগতিকরা। এতে লিড বেড়ে বাংলাদেশের রান দাঁড়ায় ৩৭০। দিন শেষে উইকেটে ছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত (৫৪)। তার সঙ্গে ব্যাট করছিলেন ওপেনার জাকির হাসান (৫৪)। দ্বিতীয় ইনিংসে মাত্র মাহমুদুল হাসান জয়ের উইকেটটি হারিয়েছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামাল দিয়ে দিনের বাকি অংশ উইকেটে নিশ্চিন্তে কাটিয়ে দেন শান্ত-জাকির। সম্পাদনা: ইমরুল শাহেদ