
প্রকাশিত: Sun, Aug 13, 2023 10:59 PM আপডেট: Mon, Sep 25, 2023 6:38 PM
[১]ফুটবলের মতো ক্রিকেটেও আসছে লাল কার্ড
এল আর বাদল: [২] অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ক্রিকেটের ইতিহাসে একমাত্র লাল কার্ডের সাক্ষী। আন্ডার আর্ম ডেলিভারির কারণে আম্পায়ার বিলি বাউডেন মজার ছলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। নিছক মজার ছলে সেবার লাল কার্ড দেখালেও এবারে আনুষ্ঠানিকভাবে ‘লাল কার্ডের’ প্রচলন আসতে যাচ্ছে ক্রিকেটে। হিন্দুস্তানটাইমস
[৩] আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয়েছে এমন শাস্তির বিধান।
[৪] মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় সিপিএল কর্তৃপক্ষ এবার নিয়েছে এই উদ্যোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যেকোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। তবে তার আগে সতর্ক হওয়ার পর্যন্ত সুযোগ পাবে দলগুলো। বিডিপ্রতিদিন
টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএলের আয়োজকরা এবার এই সময় কড়াভাবে পালন করতে চায়। ৮৫ মিনিটে ইনিংস শেষ করতে তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার।
[৫] এভাবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের ভেতর ১৮, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯ ওভার পুরো করা লাগবে। ১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দু’জন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয় তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]সৌদির আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন নেইমারের
[১]ফুটবলের মতো ক্রিকেটেও আসছে লাল কার্ড
টাইগারদের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন সাকিব
[১]বাংলাদেশের গর্ব পদ্মা সেতু ঘুরে গেলো বিশ্বকাপ ট্রফি
[১]আজ ঢাকায় আসছে ওয়ানডে বিশ^কাপের ট্রফি
[১]মাঠে ফিরেছেন খুলনার নারী ফুটবলাররা পাশে রয়েছেন পুলিশ ও রাজনৈতিক নেতারা

[১]সৌদির আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন নেইমারের

[১]ফুটবলের মতো ক্রিকেটেও আসছে লাল কার্ড

টাইগারদের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন সাকিব

[১]বাংলাদেশের গর্ব পদ্মা সেতু ঘুরে গেলো বিশ্বকাপ ট্রফি

[১]আজ ঢাকায় আসছে ওয়ানডে বিশ^কাপের ট্রফি
