
প্রকাশিত: Tue, Dec 19, 2023 11:43 PM আপডেট: Tue, Apr 29, 2025 3:50 AM
আইপিএলের নিলামে কামিন্সকে হটিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক
সাঈদুর রহমান: [২] ভারতের মাটিতে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ১ লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে বিশ^কাপ জিতেছে অস্টেলিয়া। যেখানে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জিততে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। তাই আসন্ন আইপিএলের মেগা নিলামে এই দুই ক্রিকেটারকে দলে নিতে লড়াই নামবে এটা সকলের জানা ছিলো।
[৩] কিন্তু মঙ্গলবার আইপিএলের নিলামে সেই লড়াই যেনো সব মাত্রা ছাড়িয়ে গেছে। এই দুই অজি ক্রিকেটার আগের ১৬টি আসরের সকল রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে। ২০ কোটি ৫০ লাখ রূপিতে বিশ^কাপজয়ী অধিনায়ককে দলে ভিড়িয়েছে সান রাইজেস হায়দ্রাবাদ। এরপরই অনেকে ঘোষণা দিয়েছিলো আইপিএলের সর্বোচ্চ দামী ক্রিকেটার কামিন্স।
[৪] তবে সকলের এই ধারণাকে ভুল প্রামণ করেছে মিচেল স্টার্ক। সতীর্থ কামিন্সের রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে বিক্রি হয়েছেন এই অজি পেসার।
[৫] বোলারদের ক্যাটাগরি থেকে ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে নাম ওঠে স্টার্কের। এই অজি পেসারকে দলে নিতে প্রথমে লড়াইয়ে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। দুই দলের যুদ্ধ থামে ১১ কোটি ৪০ লাখ রুপিতে। মুম্বাই ইন্ডিয়ান্স লড়াই থেকে নাম সরিয়ে নিলে, টাকা বস্তা নিয়ে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। গুজরাটের সঙ্গে প্রতিযোগিতা করতে ২৪ কোটি ৭৫ লাভ রুপি খরচ করে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
[৬] এর আগে অলরাউন্ডার ক্যাটাগরি থেকে প্যাট কামিন্সকে নিয়ে লড়াই শুরু করে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছে হায়দ্রাবাদ।
[৬] অন্যদিকে ব্যাট হাতে অজিদের বিশ^কাপ জয়ের অন্যতম নায়ক ট্রাভিস হেডকে দলে নিতে দল গুলো লড়াইয়ে যে আশা দেখাচ্ছিলো তা দেখা যায়নি। ৬ কোটি ৮০ লাখ রুপিকে এই বাম হাতি ব্যাটারকে দলে ভিড়িয়েছে হায়দ্রাবাদ।
[৮] তবে ভারতের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত ব্যাট করা ড্যারিল মিচেলকে দলে দিতে ভালোই লড়াই করেছে দল গুলো। তবে শেষ পর্যন্ত ১৪ কোটি রুপিতে তাকে দলে ভিড়িছে চেন্নাই সুপার কিংস। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
