প্রকাশিত: Sat, Oct 8, 2022 4:41 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:01 AM

দলে যোগ দিয়েই ব্যস্ত সাকিব

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের উদ্বোধনী ম্যাচে গতকাল শুক্রবার পাকিস্তানের কাছে ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকায় মাঠে ছিলেন না। তবে একদিন পর আজ শনিবার তাকে দেখা গিয়েছে দলের অনুশীলনে। 

বিসিবির অফিসাল ফেসবুক পেজের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে নেটে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন সাকিব। থ্রোয়ার বল খেলে নিজেকে প্রস্তুত করেছেন এদিন টাইগার অধিনায়ক। নেটে একের পর এক পুল, কাভার ড্রাইভ, কাট শট খেলার চেষ্টা করেন সাকিব। এ সময় তার পাশে থেকে পরামর্শ দিয়েছেন দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ধারণা করা হচ্ছে জেমির অধীনেই আজ ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।