প্রকাশিত: Sat, Jun 22, 2024 11:57 AM আপডেট: Tue, Sep 17, 2024 10:00 PM
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আহমেদ ফয়সাল: [২] বাংলাদেশ ও ভারত ম্যাচ প্রতিবারই বাড়তি উন্মদনা তৈরি করে। দুই দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স দেখিয়েছে। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় রয়েছে ভারত।
[৩] এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে ছন্দে নেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ^াসী লাল-সবুজের প্রতিনিধিরা।
[৪] শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। এ ম্যাচের আগে অধিনায়ক শান্ত বলেন, টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে।
[৫] আইসিসির ছোট ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।
[৬] আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। সম্পাদনা: কামরুজ্জামান