
প্রকাশিত: Sun, Dec 4, 2022 3:53 PM আপডেট: Tue, Jul 1, 2025 10:31 PM
রেফারিদের ঘড়িতে অত্যাধুনিক প্রযুক্তি, দাম সাড়ে পাঁচ লাখ টাকা!
এ্যানি আক্তার: বিশ্বকাপের ফুটবল ম্যাচে রেফারিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো হাতঘড়ি। লাল কার্ড বা হলুদ কার্ড যেমন মনে করে পকেটে রাখতে হয়, তেমনই বাঁহাতে ঘড়ি পরাও রেফারিদের জন্য বাধ্যতামূলক। আগে রেফারিদের ঘড়ি পরতে হতো শুধু সময় দেখার জন্য। তবে কালক্রমে এর ব্যবহার পরিধি বেড়েছে। উন্নত প্রযুক্তি ঘড়ির বহুমুখী কাজকে সহজ করে তুলেছে। বিশ্বকাপে যারা রেফারিং করছেন, তাদের হাতে কী ঘড়ি থাকে? তার মধ্যে কী প্রযুক্তিই বা রয়েছে? সেসব জানিয়েছে স্পোর্টবাইবেল।
এবারের বিশ্বকাপে মোট ১২৯ জন ম্যাচ পরিচালক রয়েছেন। এর মধ্যে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভার রেফারি। ছয়জন নারী রেফারিও রয়েছেন। প্রত্যেক রেফারিকেই এই বিশেষ ঘড়ি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই রেফারিদের ঘড়ি সরবরাহ করছে সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা সংস্থা-হাবলট। বাজারে যেসব দামি স্মার্টওয়াচ পাওয়া যায়, এই ঘড়িগুলিতে তার থেকেও বেশি প্রযুক্তি রয়েছে। যে তথ্য দরকার সবই ঘড়িতে পেয়ে যান রেফারিরা। এই ঘড়ির দাম ৫,৪৮০ ডলার বা প্রায় সাড়ে চার লাখ টাকা। ৪৪ মিমি ডায়ালের ঘড়িগুলো সাধারণত কালো সেরামিক এবং কালো টাইটানিয়ামের হয়। স্ট্র্যাপে রয়েছে কাতারের পতাকা। তবে কোনো রেফারি চাইলে অংশগ্রহণকারী ৩২টি দেশের যেকোনো একটির পতাকা আঁকাতে পারেন।
ঘড়িতে রয়েছে বিভিন্ন চিপ। যার মাধ্যমে প্রতি মুহূর্তে তথ্য পাঠানো হয়। বল গোললাইন পেরোলে, অফসাইড হলে, ভারের রেফারিরা কোনো নির্দেশ দিতে চাইলে সঙ্গে সঙ্গে ঘড়ি কেঁপে (ভাইব্রেট) ওঠে। এতে করে রেফারি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কী ঘটেছে। প্রয়োজনে তিনি খেলা থামিয়ে দিতে পারেন। এ ছাড়া কোনো ফুটবলারের সম্পর্কে তথ্যের দরকার হলে সেটাও পেতে পারেন রেফারি। বিশ্বকাপের রেফারিদের জন্য এই ঘড়ি উপহার দেওয়া হচ্ছে কাতারে আসা ভিভিআইপি অতিথিদেরও। মোট ১০০০টি ঘড়ি তৈরি করা হয়েছে। প্রাক্তন ফুটবলার লুইস ফিগো, মার্সেল দেসাই, কিলিয়ান এমবাপ্পেরা এই ঘড়ি পেয়েছেন। সাধারণ মানুষের জন্য এখনও বাজারে আনা হয়নি এই ঘড়ি। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
