প্রকাশিত: Thu, Nov 9, 2023 11:09 PM
আপডেট: Tue, Sep 17, 2024 9:46 PM

[১]আঙুলে সুঁই ফুটিয়েই শনাক্ত করা যাবে ব্রেইন ক্যানসার

সালেহ্ বিপ্লব: [২] শেফিল্ড ইউনিভার্সিটি এবং নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির কয়েকজন গবেষক আঙুলের ডগায় সুঁই ফুটিয়ে ব্রেন ক্যানসারের মতো অসুখ চিহ্নিত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। বাড়িতে বসেই যে কেউ এই জাতীয় ক্যানসার নিজেই ধরে ফেলতে পারবেন। ফলে চিকিৎসা পরিষেবার ওপর চাপ কমবে, খরচ কমবে। হিন্দুস্তান টাইমস, চ্যানেল আই অনলাইন

[৩] মস্তিষ্কের কয়েকটি বিশেষ টিউমার খুব দ্রুত বাড়ে যা সহজে ধরা যায় না। মাত্র ৬ মাসের মধ্যেই এগুলো বড় আকার ধারণ করে। আর তাতেই বহু মানুষের প্রাণ সংশয় দেখা দিতে পারে। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হয় এই জাতীয় ক্যানসারে। আর সেটিই এখন শুরুতেই চিহ্নিত করে ফেলতে পারবে আঙুলে সুঁই ফোটানো পরীক্ষা পদ্ধতি।

[৪] তবে এখনই এই প্রযুক্তি সর্বসাধারণের হাতে পৌঁছোচ্ছে না। এটি নিয়ে বাকি আরও কিছু পরীক্ষার। তার পরেই সাধারণের ব্যবহার যোগ্য হয়ে উঠবে এটি। এমনই বলেছেন বিজ্ঞানীরা। আগামী দিনে শুধু মস্তিষ্কের ক্যানসারই নয়, এই পরীক্ষার মাধ্যমে আরও অনেক ধরনের ক্যানসারই আগে থেকে নির্ণয় করা যাবে বলে মনে করছেন তারা।

[৫] ক্যানসার বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময় করা সম্ভব হয় না, কারণ শুরুর দিকে এই রোগ সহজে শনাক্ত করা যায় না। প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব, আর সেই কাজকে সহজ করে তুলবে আঙুলের ডগায় সুঁই ফুটিয়ে ব্রেন ক্যানসার চিহ্নিত করার পদ্ধতি। সম্পাদনা: তারিক আল বান্না